সিলেবাস কমিয়ে ফেব্রুয়ারিতেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক হতে পারে জুনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Sep 2020 07:52 PM (IST)
করোনার জেরে পিছিয়ে যাচ্ছে আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। মার্চের বদলে পরীক্ষা হতে পারে জুনে। ফেব্রুয়ারিতেই মাধ্যমিক শুরুর ভাবনা। মাধ্যমিকে ৪০ শতাংশ পর্যন্ত সিলেবাসে কাটছাঁটের সম্ভাবনা রয়েছে। অক্টোবরেই সরকারের কাছে জমা পড়বে সিলেবাস কমিটির রিপোর্ট। রিপোর্ট দেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত হবে, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।