Ekhon Kolkata : অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর, জহরের 'যোগ-বিয়োগ' তরজা। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Sep 2022 09:41 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅডিও ক্লিপ হাতে থাকলে প্রকাশ করুন, অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর। ‘সুদীপ্ত সেনের চিঠির মতো গলা নকল করিয়ে অডিও ক্লিপ নয়তো?’ বিনয় মিশ্রের সঙ্গে কথোপকথনের অভিষেকের দাবি নিয়ে পাল্টা প্রশ্ন শুভেন্দুর। এতদিন কোথায় ছিলেন? অভিষেককে প্রশ্ন শুভেন্দু অধিকারীর।
বিতর্কের মধ্যেই গ্রুপ থেকে বাদ দিয়ে ফের নতুন গ্রুপে জহর! কেন সরানো হল তৃণমূলের আগের গ্রুপ থেকে? কেন গ্রুপ থেকে সরিয়ে ফের নতুন গ্রুপে জহর? দুর্নীতি নিয়ে সরব হওয়ায় চাপ তৈরি করার কৌশল? রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দিয়েও ফেরানো হল জহরকে! দলের মনোভাব জহরকে জানিয়ে দিলেন সুখেন্দুশেখর রায়: সূত্র।