Filmstar: শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি দিলীপ কুমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2021 03:42 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি দিলীপ কুমার। তাঁকে রাখা হয়েছে আইসিইউতে। নিউমোনিয়া নিয়ে গত দু’দিন ধরে হাসপাতালে ভর্তি নাসিরুদ্দিন শাহ। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলে খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মন্দিরা বেদীর স্বামী বিজ্ঞাপন চিত্র পরিচালক রাজ কৌশল। প্রকাশ্যে এল ফারহান আখতার অভিনীত ছবি ‘তুফান’-এর ট্রেলার। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী ছবির আবহ সঙ্গীত তৈরিতে ব্যস্ত শান্তনু মৈত্র। বিনোদন দুনিয়ার নানা খবর ফিল্মি ফটাফটে।
কেমনভাবে তৈরি হয়েছিল ‘রে’? তারই কিছু ঝলক দেখাব আজ। নতুন ইনস্টা রিলে রীতেশ দেশমুখ। বিনোদন দুনিয়ার আরও খবর ফিল্মি ফটাফটে।