ফিল্মস্টার: কঙ্গনা রানাওয়াতের আবেদন খারিজ করল বোম্বে হাইকোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2021 03:49 PM (IST)
শ্যুটিং শুরু হবে মেকআপ রুমেই? হতেই পারে। ছবির নামই যখন 'সাজঘর', তখন কাহিনীতে মেকআপ রুম ঘিরেই আবর্তিত হবে। আর এই 'সাজঘর'-এ ফোকাসে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
পুত্র সন্তানের জন্মের পর প্রথম মুখ খুললেন নুসরত। সন্তানের বাবার প্রসঙ্গে তাঁর মন্তব্য "যিনি বাবা তিনিই জানে।" "যশের সঙ্গে ভাল অভিভাবকত্ব কাটাচ্ছি। নতুন নতুন শিখছি।" প্রতিক্রিয়া সাংসদ অভিনেত্রী মায়ের।
কঙ্গনা রানাওয়াতের আবেদন খারিজ করল বোম্বে হাইকোর্ট। ইডির (ED) দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলেন রবি তেজা। মুক্তি পেল সলমন খান, আয়ুষ শর্মার ছবি 'অন্তিম দ্য ফাইনাল ট্রুথ-এর প্রথম গান। 'খেলা যখন'-এর শ্যুটিং শেষ করলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।