ফিল্ম স্টার: নতুন কোন ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন আয়ুষ্মান খুরানা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Dec 2020 04:24 PM (IST)
কবে সাত পাকে বাঁধা পড়বেন ইমন? নতুন ওয়েব সিরিজে কী বার্তা দেবেন রাজকুমার, দীনেশ, মহাবীর? নতুন কোন ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন আয়ুষ্মান খুরানা? বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।