করোনায় আক্রান্ত হিন্দি টেলিভিশন অভিনেত্রী মোহনা কুমারী সিংহ, একতা কপূরের বিরুদ্ধে থানায় অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jun 2020 04:12 PM (IST)
করোনায় আক্রান্ত হিন্দি টেলিভিশন অভিনেত্রী মোহনা কুমারী সিংহ। করোনায় আক্রান্ত মোহনার পরিবারের বাকি সদস্যরাও। গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। প্রযোজক একতা কপূর এবং তাঁর মা শোভা কপূরের বিরুদ্ধে মুম্বইয়ের খার থানায় অভিযোগ দায়ের করলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী বিকাশ ফাহটক ওরফে হিন্দুস্তানি ভাউ। বিনোদন দুনিয়ার এমনই কিছু খবর শুরুতেই দেখে নেওয়া যাক এক ঝলকে।