সুশান্তের আত্মহত্যার ঘটনায় মহেশ ভট্টকে তলব, প্রয়োজনে কর্ণকে জিজ্ঞাসাবাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jul 2020 06:09 PM (IST)
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার পরিচালক মহেশ ভট্টকে তলব। সোম কিংবা মঙ্গলবার হতে পারে জিজ্ঞাসাবাদ। একই সঙ্গে কঙ্গনা রানাওয়াতকেও নোটিশ পাঠিয়েছে তদন্তকারীরা। সূত্রের খবর, এই তদন্তে ডাকা হতে পারে পরিচালক কর্ণ জোহরকেও। ইতিমধ্যেই কর্ণ জোহরের ম্যানেজারকে তলব করা হয়েছে।