ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.০৩.২৫ পর্ব ২: কামব্যাকের পর কোয়ারেন্টিনে সুনীতারা, থাকতে হবে ৪৫ দিন
Ghanta Khanek Sange Suman: এবার ২৬-এর ভোটে ১৮০ আসন জয়ের টার্গেট শুভেন্দুর । স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালুক', কটাক্ষ তৃণমূলের বারুইপুরকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, রাজ্যজুড়ে বিক্ষোভ । বাংলায় অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র কুচক্রীদের', লন্ডন যাওয়ার আগে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী । এবার দার্জিলিঙে বদলি আর জি কর আন্দোলনের অন্যতম মুখ সুবর্ণ গোস্বামী । কামব্যাকের পর কোয়ারেন্টিনে সুনীতারা, থাকতে হবে ৪৫ দিন । হাঁটা-চলা থেকে শোয়া-বসা-খাওয়া শরীর ভুলেছে পৃথিবীর পুরনো অভ্যেস । ৯ মাস মহাকাশে কাটানো সুনীতাদের ছন্দে ফেরানোর চেষ্টায় চিকিৎসকরা ।
উৎকণ্ঠার অবসান। ন'মাসের বন্দিদশা কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামসরা। ২০২৪-এর ৫ জুন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছিলেন সুনীতা ও তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোর। যে মহাকাশযানে চড়ে গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায়, ৮ দিনের জন্য গিয়ে মহাশূন্যে আটকে ছিলেন ২৮৬ দিন ধরে। অবশেষে ৯ মাস পর, ইলন মাস্কের স্পেস X-এর ড্রাগন যানে চেপে মহাকাশ থেকে পৃথিবীতে ফেরা। ভারতীয় সময় রাত ৩টে ২৭ মিনিটে আমেরিকার ফ্লোরিডা উপকূলে আটলান্টিক সাগরে সেফ ল্যান্ডিং। ক্যাপসুলের গায়ে দড়ি বেঁধে হাইড্রলিক আর্মের সাহায্যে মার্কিন নৌ বাহিনীর জাহাজে তোলা হয়। জাহাজেই খোলা হয় ক্যাপসুলের হ্যাচ। বিশেষ চেয়ারে ক্যাপসুল থেকে প্রথমে বের করা হয় নভশ্চর নিক হেগকে। এরপর আলেকজান্ডার গর্বুনভ, সুনীতা উইলিয়ামস এবং সবশেষে বের করা হয় সুনীতার মহাকাশ-সহচর বুচ উইলমোরকে।