ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৫.০৪.২৪):ভোটে বাংলার প্রধান ইস্যু সন্দেশখালি না CAA? কী উঠে এল C Voter-এর সমীক্ষায়? পর্ব-১
ABP Ananda
Updated at:
16 Apr 2024 10:00 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গরাজনীতির আকাশে-বাতাসে। আর সে নিয়েই সি ভোটারের করা জনমত সমীক্ষা আজ রাখব আপনাদের সামনে। সি ভোটারের সমীক্ষকরা, এই সময়ে বঙ্গ রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রেখেছিলেন এরাজ্যের ভোটারদের সামনে।