ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৮.৪.২৫)পর্ব ১:চাকরিহারাদের নিয়ে বৈঠকে প্রাক্তন বিচারপতি।কী প্রস্তাব সরকারকে?
Ghanta Khanek Sange Suman: চাকরিহারাদের নিয়ে বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, গেলেন স্কুল সার্ভিস কমিশনেও। কী ফর্মুলা প্রাক্তন বিচারপতির? কী প্রস্তাব সরকারকে? সরাসরি দেখুন রাত ৮টায়। "বিচারপতি থাকার সময় রাজনীতিকের মতো কথা, রাজনীতিক হয়ে বিচারপতির মতো কথা বলছেন," কটাক্ষ শিক্ষামন্ত্রীর। সুপ্রিম কোর্টে রাজ্যের স্বস্তি। অতিরিক্ত শূন্যপদ তৈরিতে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে হাইকোর্টের CBI তদন্তের নির্দেশ খারিজ। তৃণমূলের সংসদীয় দলে গৃহযুদ্ধ, ৩ সাংসদকে নজিরবিহীন আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সৌগতকে বললেন 'নারদার চোর', কীর্তি আজাদকে 'বহিরাগত,' মূল নিশানায় মহিলা সাংসদ। "বিজেপির থেকে কমিশন খেয়েছেন ব্যর্থ আইনজীবী কল্যাণ," পাল্টা সৌগত রায়। ওয়াকফ-বিক্ষোভে রণক্ষেত্র জঙ্গিপুর, পুলিশের গাড়িতে আগুন, কাঁদানে গ্যাস।
SSC-র ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে আজও তোলপাড় রাজ্য়। চাকরি ফিরে পেতে আজ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কয়েকজন চাকরিহারা পৌঁছে গেলেন প্রাক্তন বিচারপতি ও বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বাড়িতে। চাকরিহারাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তাঁদের নিয়ে যোগ্য়-অযোগ্য় বাছাইয়ের দাবিতে সটান পৌঁছে গেলেন SSC দফতরে। অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এদিন বলেন, 'মুখ্যমন্ত্রী নানা রকমের খেলা খেলছেন। ভাঁওতাবাজি দিচ্ছেন। এইটা আর মেনে নেওয়া যাবে'। এদিন SSC-র দফতর থেকে বেরিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় দাবি করেন, শিক্ষাসচিব উপস্থিত থাকলেও দেখা করেননি। বুধবার ফের SSC-র দফতরে আসবেন বলে ঘোষণা করেন তিনি। বিজেেপি সাংসদের এই তৎপরতা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বলেন, 'কোনও একটা সাক্ষাৎকারে দেখেছিলাম, উনি(অভিজিৎ গঙ্গোপাধ্যায়) একসময়ে চেষ্টা করেছিলেন বা ভালোবাসেন থিয়েটার, থিয়েটারে অভিনেতা হওয়ার। ওঁর(অভিজিৎ গঙ্গোপাধ্যায়) জানা উচিত, একজন প্রকৃত অভিনেতার বোঝা উচিত যে কোনটা কার পার্ট।' এদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্যপদ নিয়ে স্বস্তি পেল রাজ্য সরকার।