Ghanta Khanek Sange Suman (২১.০২.২০২৫) পর্ব ১: ABPআনন্দে Exclusive নাসার বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়। নাসার সতর্কবার্তা,ধ্বংস হবে কলকাতা ?

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: ৬১ হাজার কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু! নাসার সতর্কবার্তায় তোলপাড় বিশ্ব, ধ্বংস হবে কলকাতা? শেষ পর্যন্ত নিরাপদে পৃথিবীতে ফিরতে পারবেন তো সুনীতা উইলিয়ামস? এবিপি আনন্দে এক্সক্লুসিভ নাসার বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায় । নবগ্রাম থেকে নাসা, এক বাঙালি বিজ্ঞানীর সংগ্রাম ও সাফল্যের কাহিনি। ট্যাংরায় ৭ দিন আগেই সপরিবারে আত্মহত্যার পরিকল্পনা বড়দের? গুলিবিদ্ধ চণ্ডীতলা থানার IC, বেআইনি অস্ত্র-গুলি পুলিশের কাছে !
হাসপাতাল চত্বর ও ক্যাম্পাসে অবাঞ্ছিত বহিরাগতদের প্রবেশে রাশ টানতে কড়া হচ্ছে NRS মেডিক্যাল কর্তৃপক্ষ
হাসপাতাল চত্বর ও ক্যাম্পাসে অবাঞ্ছিত বহিরাগতদের প্রবেশে রাশ টানতে কড়া হচ্ছে NRS মেডিক্যাল কর্তৃপক্ষ। তাদের সমস্ত ডাক্তারি পড়ুয়াদের জন্যই কিউ আর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড চালু হচ্ছে। কিউ আর কোড যুক্ত আইডেন্টিটি কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে চিকিৎসক পড়ুয়াদের। আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট ডক্টোরাল, প্যারা মেডিক্যাল, সব বিভাগের পড়ুয়াদের জন্যই বাধ্যতামূলক হচ্ছে কিউ আর কোড যুক্ত আইডেন্টিটি কার্ড। সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের পর থেকেই সরকারি হাসপাতালে বহিরাগত দৌরাত্ম্যের বিষয়টি আরও ব্যাপকভাবে সামনে এসেছে। আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট একাধিকবার হাসপাতালে বহিরাগতদের দাপটের অভিযোগে সরব হয়েছে। এবার সেই বহিরাগত ইস্যুতেই কড়া হচ্ছে NRS কর্তৃপক্ষ।