ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৮.২৫) পর্ব ১: শুভেন্দুর কনভয়ে হামলা। কোচবিহারে ফের NRC-নোটিস
Ghanta Khanek Sange Suman : কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, বিক্ষোভের আঁচ দক্ষিণবঙ্গেও।উড়ে এল ইট, পড়ল লাঠি, চুরমার বুলেটপ্রুফ গাড়ির কাচ। "উদয়ন আর SP-র চক্রান্ত, খুন করতেই রোহিঙ্গাদের নিয়ে হামলা," আক্রমণ শুভেন্দু অধিকারীর।'আপনি উস্কানি দেবেন, আর মানুষ ধান-দূর্বা দিয়ে স্বাগত জানাবে?' বললেন উদয়ন গুহ। SIR-বিতর্কের আবহে ফের কোচবিহারের আরেক বাসিন্দাকে NRC-নোটিস। "SIR-এর নামে NRC করার চেষ্টা চলছে," কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর।ভোটার-তালিকায় কারচুপি, ২ WBCS-সহ পাঁচজনকে সাসপেন্ড-FIR-এর নির্দেশ নির্বাচন কমিশনের।অভিষেকের সঙ্গে বৈঠকের আগেই গৃহীত কল্যাণের ইস্তফা, নতুন চিফ হুইপ কাকলি, ডেপুটি-লিডার শতাব্দী। 'কিছু টাকা তো অন্তত দিন,' DA-মামলায় সরাসরি রাজ্যকে বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি।
৩ বিজেপি বিধায়কের উপর হামলার প্রতিবাদে পুলিশ সুপারের কাছে শুভেন্দু অধিকারীর ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুনধুমার পরিস্থিতি তৈরি হল কোচবিহারে! ভেঙে চুরমার হয়ে গেল বুলেটপ্রুফ গাড়ির কাচ। কনভয়ে থাকা পুলিশের গাড়িও রেহাই পেল না। শুভেন্দু অধিকারী গাড়ি ঘিরে চলল তুমুল বিক্ষোভ, স্লোগান। হামলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, রোহিঙ্গাদের নিয়ে এসে করিয়েছে উদয়ন গুহ। পাল্টা উদয়ন গুহর বক্তব্য, ৯০ শতাংশ মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। অন্য়ায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয়, কোনও আপত্তি নেই। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিকে হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।