ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৫.০১.২৪) পর্ব ২:স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব ও মেদিনীপুর মেডিক্য়াল কলেজের সুপারের গ্রেফতারির দাবি শুভেন্দুর। শিল্পী বয়কট নিয়ে সরব অভিষেক

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: শিক্ষায় চাকরি চুরি, স্বাস্থ্যে নিষিদ্ধ স্যালাইন, বুলেটবিদ্ধ আইনশৃঙ্খলা। পুলিশকে গুলি করে আসামি ছিনতাই! গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী। "যোগ্য-অযোগ্য আলাদা করা না গেলে, পুরোটাই বাতিল করতে হবে"। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। খুনের পর আতঙ্কে চেম্বারে তালা ডাক্তারের, ভয়ের গ্রাসে কালিয়াচক, অধরা মূল অভিযুক্ত। বাঘাযতীনে বাড়ি ভাঙার পর আইনি-বেআইনি চাপানউতোর, বাম আমলের ঘাড়ে দায় চাপালেন মেয়র। "যতদূর জানি, মমতা বয়কটের রাজনীতি বিশ্বাস করেন না," শিল্পী বয়কট নিয়ে ফের বললেন অভিষেক। "মমতার কথা অন্যের মুখে শুনব না," অবস্থানে অনড় থেকে বললেন কুণাল।
শিল্পী-বয়কট ইস্য়ুতে আরও চরমে পৌঁছল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও কুণাল ঘোষের সংঘাত। নিজের অবস্থানে অনড় থেকে আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ''আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি, তিনি বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যাঁরা এই সব কথা বলছেন, তাঁদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তো তাঁরাই দলে ফিরতে পারতেন না।'' পাল্টা মুখ খুলে কুণাল ঘোষ বললেন, "মমতার কথা অন্যের মুখে শুনব না!''