ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.০২.২৫): তৃণমূলের কোন্দলে জেলায় জেলায় অশান্তি। সিন্ডিকেট বিবাদে অগ্নিগর্ভ বজবজ

Continues below advertisement

Ghanta Khanek Sange Suman: বীরভূম থেকে বজবজ, বালি থেকে ইট-বালি, তৃণমূলের কোন্দলে জেলায় জেলায় অশান্তি । সিন্ডিকেট বিবাদে অগ্নিগর্ভ বজবজ, চলল গুলি, পড়ল বোমা । খাস কলকাতায় বাড়ির মধ্যে প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে লুঠ টাকা-গয়না 'রাত হলেই দুষ্কৃতীদের দখলে সেন্ট্রাল অ্যাভিনিউ’ । লাভ হয় না পুলিশকে বলে', বলছেন খোদ তৃণমূলেরই কাউন্সিলর! । থাকবে না রেফারি-লাল কার্ড, খেলা হবে বিধানসভায়' । থানার IC-কে পাশে বসিয়ে বিরোধীদের হুমকি তৃণমূল নেতার । প্রাথমিকে চাকরির সুপারিশ করে চিঠি তৃণমূল-বিজেপি দু'দলের নেতাদেরই ! । নিয়োগ দুর্নীতির চার্জশিটের সঙ্গে দেওয়া নথিতে চাঞ্চল্যকর দাবি CBI-এর।



Continues below advertisement








 


কোথাও বালি নিয়ে বখরার লড়াই, কোথাও আবার সিন্ডিকেট-বিবাদে। এলোপাথাড়ি চলছে গুলি, মুড়ি-মুড়কির মতো পড়ছে বোমা। আতঙ্কে দিশেহারা এলাকার মানুষ। বীরভূম থেকে বজবজ, গত কয়েকদিনে এরকমই নানা ঘটনার সাক্ষী হলাম আমরা। এরইমধ্য়ে কলকাতায় ঘটে গেল দুঃসাহসিক লুঠের ঘটনা।

Continues below advertisement
Sponsored Links by Taboola