ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৫.১১.২০২৪) পর্ব ১: তৃণমূলে গুরুত্ব অনেকটাই বাড়ল প্রবীণ নেতাদের | দিল্লিতে মুখপাত্র অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে অরূপ-ববি-কল্যাণ
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব অনেকটাই বাড়ল প্রবীণ নেতাদের । দিল্লিতে মুখপাত্র অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে এলেন অরূপ-ববি-কল্যাণ । ডায়মন্ডহারবারে অভিষেকের ডক্টরস মিটের দিনই 'অপরাজিতা বিল' নিয়ে রাস্তায় তৃণমূল । জেলায় জেলায় নব্যদের দলের ইতিহাস ও মমতার সংগ্রাম শেখানোর কর্মসূচি তৃণমূলের । ভোটে ভরাডুবি নিয়ে রাজ্য় বিজেপিতে চড়ছে বিদ্রোহের সুর । শিক্ষা দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা । কয়লা পাচার মামলায় হাজিরার আগের দিন পকসো মামলায় গ্রেফতার বিকাশ মিশ্র গরহাজির থাকায় CBI আদালতে হল না চার্জগঠন ।
তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব আরও বাড়ল প্রবীণ নেতাদের । দিল্লিতে মুখপাত্র অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে অরূপ-ববি-কল্যাণ । ডায়মন্ড হারবারে অভিষেকের ডক্টর্স মিটের দিনই 'অপরাজিতা বিল' নিয়ে রাস্তায় । বারবার বেফাঁস মন্তব্য করে দলে বিড়ম্বনায় ফেলা নিয়েও কড়াকড়ি । একটির বদলে এবার তৃণমূলে ৩টি শৃঙ্খলারক্ষা কমিটি । সাংসদ, বিধায়ক থেকে দলের সাধারণ নেতা-কর্মী-৩টি শৃঙ্খলারক্ষা কমিটি । শৃঙ্খলারক্ষার কোনও কমিটিতে নেই, দিল্লিতে সংসদ-বিষয়ে বলতে পারবেন অভিষেক । জাতীয় কর্মসমিতি ছাড়া শুধু দিল্লিতে জাতীয় মুখপাত্র হিসেবে থাকবেন অভিষেক । তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা ২২ থেকে বেড়ে হল ২৭ । দলের নতুন প্রজন্মকে মমতা-মুখী করতে বিশেষ কর্মসূচি তৃণমূলের