ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৩.৪.২৫) পর্ব ২: কোথায় পর্যটকদের নিরাপত্তা?কাশ্মীর ছাড়ছেন পর্যটকরা। লাগাতার আন্দোলনে চাকরিহারারা
Ghantakhanek Sange Suman: পহেলগাঁওয়ে নারকীয় হিন্দু-নিধনের পর সীমান্তে ফের সংঘাতের মেঘ । কিছুক্ষণের মধ্যেই যোগ্য জবাব,' পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের । বেছে বেছে হিন্দুদের খুন! 'গিয়ে মোদিকে বল,' স্বামীকে মেরে স্ত্রী-কে বলে জঙ্গিরা। বেড়াতে গিয়ে ফিরছে নিথর দেহ, বাংলার ৩ স্বজনহারা পরিবারে শুধুই হাহাকার । পাক সেনাপ্রধানের হুমকির ৫ দিনের মাথায় হামলা, পাকিস্তান থেকে ট্রেকিং করে এসেছিল জঙ্গিরা । ভেতরে গুলি জঙ্গিদের, মেন গেটও আটকে জঙ্গিরা! কোথায় পর্যটকদের নিরাপত্তা? । ভূস্বর্গ না নরক! কাশ্মীর ছাড়ছেন পর্যটকরা, দেশজুড়ে হু-হু করে বাতিল হচ্ছে বুকিং । কারা পাবেন মাইনে, কারা পাবেন না, এখনও ধোঁয়াশা, SSC-ভবনের সামনে লাগাতার আন্দোলনে চাকরিহারারা।
পহেলগাঁওয়ে পর্যটকদের টার্গেট করে জঙ্গি হামলা কার্যত বেআব্রু করে দিয়েছে নিরাপত্তার খামতির বিষয়টা। সূত্রের দাবি, নিরাপত্তা এজেন্সি জানিয়েছে--- জঙ্গিরা পর্যটকদের টার্গেট করতে পারে, এমন আশঙ্কা আগে থেকেই ছিল। এমনকী, পহেলগামেই পর্যটকদের ওপর হামলা হতে পারে, এমন খবরও ছিল। সূত্রের আরও দাবি--- জঙ্গিরা আগেই পহেলগামের এই জায়গার রেকি করেছিল। আন্ডারগ্রাউন্ড সাপোর্টের মাধ্য়মে ওই জায়গায় অস্ত্র এনেছিল জঙ্গিরা। আর এখানেই প্রশ্ন উঠছে, নিরাপত্তা এজেন্সিগুলো তাহলে কী করছিল? এরকম একটা জায়গায়, জঙ্গিরা কী করে মেন গেট আটকে রেখে, ভিতরে তাণ্ডবলীলা চালাল? যদিও, পহেলগাঁও-এ জঙ্গি হামলার ঘটনায় তাদের কোনও হাত নেই বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।