Ghanta Khanek Sange Suman (০৯.১২.২০২৪) পর্ব ২:'বাংলা-বিহার-ওড়িশা দখল করতে এলে আমরা কি ললিপপ খাবো?', পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মস্থানে হামলা নিয়ে ঢাকায় দাঁড়িয়েই কড়া বার্তা বিদেশসচিবের। একদিকে বৈঠক চলছে ঢাকায়, অন্যদিকে সেই ঢাকাতেই BNP-র ভারত-বিরোধী জিগির। 'বাংলা-বিহার-ওড়িশা দখল করতে এলে আমরা কি ললিপপ খাবো?' চারদিনে কলকাতা দখলের হুমকির পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। চিন্ময়কৃষ্ণর মুক্তি চেয়ে ইসকনের পাশে রামকৃষ্ণ মিশন, ইউনূসকে চিঠি। বাংলাদেশ থেকে ইসকনকে উৎখাতের হুমকি মৌলবাদীদের। 'মোদিজি ১৫ মিনিট সীমান্ত খুলে দিন, খেলা শেষ করে দেব,' হুঁশিয়ারি তেলেঙ্গানার বিজেপি বিধায়কের। এবার মুর্শিদাবাদে 'বাবরি মসজিদ' তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান মুখ্যমন্ত্রীকে দিয়ে।
আরও খবর...
ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন BNP-র শীর্ষ নেতা রুহুল কবীর রিজভি। কিনতু, তাঁর কথা কানে তুলছেন না তাঁর নিজের দেশের নাগরিকরাই। সোমবারও নিউ মার্কেটে দেখা গেল, চুটিয়ে ভারতের জিনিস কিনছেন বাংলাদেশ থেকে আসা লোকজন। রিজভির মন্তব্য় প্রসঙ্গে তাঁদের সাফ কথা, ওরা কেনাকাটা করতে তাইল্য়ান্ড, সিঙ্গাপুরে যান, আমরা আসব ভারতেই।