ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৩.০২.২৫) পর্ব ২: তৃণমূলে 'টাকার খেলা' নিয়ে ফের বিস্ফোরক মদন,নিশানায় আই প্যাক । অযোধ্যার ভয়াবহ ঘটনায় প্রশ্নের মুখে যোগীরাজ্যের আইনশৃঙ্খলা।
Ghanta Khanek Sange Suman: স্কুল থেকে কলেজ, দিকে দিকে পুলিশি পাহারায় সরস্বতী পুজো! বাঙালির বাণী বন্দনায় বেনজির ছবি রাজ্যে! গেট বন্ধ করে পুজো হরিণঘাটার স্কুলে, বাইরে পুলিশ, টহল দিল RAF । বন্ধ স্কুল, বোলপুরে স্কুলগেটের বাইরেই পুজো স্থানীয়দের । প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, পুজো না হওয়ায় তদন্তের নির্দেশ প্রশাসনের। 'পদের জন্য নেওয়া হয়েছে ২৫ থেকে ৫০ লক্ষ টাকা' । তৃণমূলে 'টাকার খেলা' নিয়ে ফের বিস্ফোরক মদন,নিশানায় আই প্যাক । ‘ধর্ষণে’র পর দলিত তরুণীকে হাত-পা ভেঙে, চোখ উপড়ে নৃশংস খুন! । অযোধ্যার ভয়াবহ ঘটনায় প্রশ্নের মুখে যোগীরাজ্যের আইনশৃঙ্খলা।
'তৃণমূলে ব্যাপক টাকার লেনদেন হচ্ছে। কেউ রাতারাতি একশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন!' দলের একাংশকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য় করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলীয় পদ পেতেও টাকার খেলা চলছে বলে অভিযোগ কামারহাটির বিধায়কের। পাশাপাশি, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের সুরেই মন্ত্রীদের একাংশকে আক্রমণ করেছেন মদন মিত্র।
'তৃণমূলে টাকা ছাড়া কোনও কাজ হয় না!' বিরোধীরা দীর্ঘদিন ধরে বারবার এই অভিযোগ করে আসছে। কিন্তু দিনকয়েক আগে খোদ মদন মিত্র যা বলেন, তা বিস্ফোরক! তিনি বলেন, "দলের মধ্যে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে। আমি মদন মিত্র একটা MLA ছিলাম, আমার কোনও ক্ষমতাই ছিল না। রাতারাতি আমি এখন ১০০ কোটি টাকার মালিক হয়ে গেছি। তা এখন আমার পদ চাই। তা আমি বললাম ভাই আমায় একটা মন্ত্রী করে দে। না ভাই, মন্ত্রী হতে গেলে, ভাল মন্ত্রী হতে গেলে ১০ কোটি লাগবে, আমি ১০ কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হল কী হল না পরের কথা। যদি হয়ে গেলাম তাহলে ১০ কোটি থেকে ২০ কোটি বানালাম, আর যদি না হলাম ১০ কোটি চলে গেল। এফআইআর করা যায় না। কারণ, এর মধ্যে এর কোনও ডকুমেন্টস নেই।"