ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৭.২৫) পর্ব ২:বাংলাভাষীদের নির্যাতন, বোলপুরে মিছিল মুখ্যমন্ত্রীর, দিলেন BLO-দের হুঁশিয়ারি। খসড়া তালিকায় কমিশনকে পরামর্শ কোর্টের
ABP Ananda LIVE: ৯৭ দিনে বদলা, সেনার গুলিতে নিহত পহেলগাঁওয়ে হামলাকারী ২ জঙ্গি । সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দিনই কাশ্মীরে 'অপারেশন মহাদেব' । নিহত ৩ জঙ্গির কাছ থেকে উদ্ধার AK-47, কার্বাইন, রাইফেল গ্রেনেড । বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনে স্থগিতাদেশ নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট । সংশোধনে ভোটার ও আধার কার্ডকে বিবেচনার পরামর্শ আদালতের । বাংলাভাষীদের নির্যাতন, বোলপুরে মিছিল মুখ্যমন্ত্রীর, দিলেন BLO-দের হুঁশিয়ারি । পাল্টা অনুপ্রবেশ ও রোহিঙ্গা ইস্যুতে আন্দোলনে নামছেন শুভেন্দুও । OBC বিজ্ঞপ্তি নিয়ে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের । ‘প্রশাসনিক সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ বিস্ময়কর!’, মন্তব্য প্রধান বিচারপতির ।
বাঙালি হেনস্থার মুখ্যমন্ত্রীর অভিযোগ, খারিজ করল দিল্লি পুলিশ। মালদার পরিযায়ী শ্রমিককে 'হেনস্থা', বিস্ফোরক দিল্লি পুলিশ। বাঙালি হেনস্থার নামে সাজানো ভিডিওর দাবি দিল্লি পুলিশের । 'মালদার রাজনৈতিক কর্মী তথা এক আত্মীয়ের কথাতেই ভিত্তিহীন ভিডিও। 'দিল্লিতে সাদা পোশাকের পুলিশের হাতে হেনস্থা, ২৫ হাজার চাওয়ার দাবি' ।'রাজনৈতিক কর্মী এক আত্মীয়ের কথাতেই তৈরি করা হয় ভিত্তিহীন ভিডিও'।'তারপরে সেই ওই রাজনৈতিক কর্মীকে ভিডিও শেয়ার, তারপরেই ভাইরাল'। জিজ্ঞাসাবাদে এমনই স্বীকার করেছেন ওই মহিলা: দিল্লি পুলিশের DC। কালিমালিপ্ত করতেই ভিডিও ভাইরাল, বিস্ফোরক দাবি দিল্লি পুুলিশের।