ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৮.০৯.২৫)পর্ব ১:ছাত্রদের সামনে শিক্ষক পিটিয়েও ১২ ঘণ্টায় জামিন তৃণমূল নেতার!
Ghanta Khanek Sange Suman: ছাত্রদের সামনে শিক্ষক পিটিয়েও ১২ ঘণ্টায় জামিন তৃণমূল নেতার! দেওয়া হল না একটাও জামিন-অযোগ্য ধারা! ২০১১ সালের রায়গঞ্জের লজ্জা ফিরল কাকদ্বীপের স্কুলে। রেহাই নেই তৃণমূলের শিক্ষক নেত্রীরও।রাজারহাটে ঘর বন্ধ করে পেটানো হল প্রধান শিক্ষিকাকে। আর জি করের পর পাঁশকুড়া, ফের সরকারি হাসপাতালে 'ধর্ষণ'। আগেও ধর্ষণের অভিযোগ, তারপরেও অভিযুক্তকে হাসপাতালে নিয়োগ! ধর্ষণের জন্য আলাদা ঘর! পাঁশকুড়াকাণ্ড উসকে দিল কসবার ভয়াবহ স্মৃতিও।
আশঙ্কাই সত্যি হল। ২৪ ঘণ্টাও কাটল না। কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে জামিন পেয়ে গেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্কুল। পরিচালন সমিতির সভাপতি ত্রিদিব বারুই।৫ রকমের জামিনযোগ্য ধারা দিয়েছিল পুলিশ। মাত্র ১৫ সেকেন্ডেই শুনানি শেষ! জামিন পেয়ে গেলেন তৃণমূল নেতা।
কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে জামিন পেয়ে গেলেন। তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদিব বারুই। ৫ রকমের জামিনযোগ্য ধারা দিয়েছিল পুলিশ...মাত্র ১৫ সেকেন্ডেই শেষ হয়ে গেল শুনানি। অত্যন্ত হতাশাব্যঞ্জক প্রতিক্রিয়া আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের।