ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৪.২৫) পর্ব ১: যোগ্যদের চাকরি না ফেরালে বিকল্প ব্যবস্থা করে দেব:মমতা। অযোগ্যদের বাঁচাতেই যোগ্যদের বলি দিচ্ছে সরকার: শুভেন্দু

Continues below advertisement

Ghanta Khaek Sange Suman: "সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি না ফেরালে আমরাই বিকল্প ব্যবস্থা করে দেব," বললেন মুখ্যমন্ত্রী। "আগে যোগ্যদেরটা দেখে নিই, তারপর অযোগ্যদের নিয়ে বসব"। নেতাজি ইন্ডোরের সভায় যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও আশ্বাস মুখ্যমন্ত্রীর। "অযোগ্যদের বাঁচাতেই যোগ্যদের বলি দিচ্ছে সরকার," আক্রমণে শুভেন্দু অধিকারী। "কেন রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হবে না বিকাশ ভট্টাচার্যকে?" তীব্র আক্রমণ মমতা‌ বন্দ্যোপাধ্যায়ের। "এই রায়ের পিছনে খেলা কার? কে খেলছে?" নাম না করে আক্রমণ বিজেপিকেও। অযোগ্য প্রমাণিত না হওয়াদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে পর্ষদ। মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার, কিল-চড়-ঘুসি থেকে মাটিতে ফেলে মার। ওষুধের দামের একসপ্তাহের মধ্যে এবার মহার্ঘ্য রান্নার গ্যাস, একধাক্কায় সিলিন্ডার প্রতি দাম বাড়ল ৫০ টাকা।



Continues below advertisement








 

Continues below advertisement
Sponsored Links by Taboola