ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.১১.২৫): বিহারে মোদি-নীতীশ সাইক্লোন,মুখ থুবড়ে পড়ল বিরোধীদের মহাজোট
Ghantakhanek Sange Suman : বিহারে মোদি-নীতীশ সাইক্লোন। খড়কূটোর মতো উড়ে গেল তেজস্বী-রাহুলের মহাজোট। ডাবল-সেঞ্চুরি পার NDA-র, হাফ সেঞ্চুরিও হল না মহাজোটের। "ছাব্বিশে বাংলায় এর থেকেও বড় জয় আসছে," হুঙ্কার বিজেপির। "দিবাস্বপ্ন দেখছে বাংলার শত্রু বিজেপি," পাল্টা তৃণমূল। ভোটচুরি নিয়ে রাহুলের PPT প্রেজেন্টেশনই সার, গোটা রাজ্যে জুটল মাত্র ২টি আসন। এখনও স্মৃতিতে টাটকা লালুর 'জঙ্গলরাজ,' চরম প্রত্যাখ্যাত তেজস্বী। ভোটেই বড় ধাক্কা ভোটকুশলীর, হিরো হতে গিয়ে 'জিরো' পেলেন প্রশান্ত কিশোর।
আরও খবর...
বিহারে নীতীশ-বিজেপির জোটের সামনে খড়কুটোর মতো উড়ে গেল তেজস্বী যাদব-রাহুল গান্ধী ও বামেদের মহাজোট! ফল বেরোনোর পর কার্যত অস্তিত্বহীন হয়ে পড়ল মহাজোট!' ডবল সেঞ্চুরি' হাঁকাল নীতীশ-বিজেপির জোট। উল্টোদিকে হাফ সেঞ্চুরিরও ধারেকাছে পৌঁছতে পারলেন না তেজস্বী-রাহুল! লজ্জার হার হল তাঁদের। ফের প্রশ্ন উঠে গেল রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে।আর এরইসঙ্গে বিহারের কিংবদন্তী নেতা হয়ে গেলেন নীতীশ কুমার। ফের একবার মোদি ম্য়াজিকে কর্পূরের মতো উড়ে গেল বিরোধীরা। আর বিহারের বাম্পার জয়ের পর এবার বিজেপির নজরে বাংলা! শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়লেন! পাল্টা জবাব দিল তৃণমূলও।