ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৯.২৫)পর্ব ২: উপ রাষ্ট্রপতি নির্বাচনে কি ক্রস ভোটিং হয়েছে? বিস্ফোরক অভিষেক
Ghanta Khanek Sange Suman : ভারতে ঢুকতে পারে নেপালে জেলভাঙা হাজার-হাজার কয়েদি! সীমান্তে ৬০ জন জেলভাঙা কয়েদি আটক হওয়ার পর বাড়ছে আশঙ্কা। মেয়র থেকে মন্ত্রী, গণবিদ্রোহের আঁচে পুড়ে খাক পরপর বাড়ি। গ্রাউন্ড জিরো থেকে এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্ট। 'নেপাল থেকে শিক্ষা নিন, মুখ্যমন্ত্রী চাকরি দিন,' টেট-উত্তীর্নদের মিছিলে উঠল স্লোগান। আচমকা বিধানসভা অভিযান চাকরিপ্রার্থীদের, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। 'কবে জাগবে বাংলা? বিনা রক্তপাতে কোনও দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না'। নেপালের প্রসঙ্গ টেনে অর্জুনের বক্তব্যে দিকে-দিকে তৃণমূলের FIR
আরও পড়ুন...
উপ রাষ্ট্রপতি নির্বাচনে কি ক্রস ভোটিং হয়েছে? 'INDIA' জোটের কোনও শরিক দলের সাংসদ বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছেন? এই প্রশ্নের মধ্য়েই এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। উপ রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে টাকার বস্তা নিয়ে নামার অভিযোগ করলেন তিনি। দাবি করলেন, একেকটা ভোট কিনতে পনেরো থেকে কুড়ি কোটি করে টাকা খরচ করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই ক্রস ভোটিং-এর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী!