Ghantakhanek Sange Suman: জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের, আন্দোলন ছেড়ে ‘পুজো-উৎসবে’ ফেরার আহ্বান মুখ্যমন্ত্রীর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলার দ্বিতীয় শুনানিতেও, সুপ্রিম কোর্টে একের পর এক প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার। প্রধান বিচারপতি ময়নাতদন্তে মৃতদেহ পাঠানোর চালান দেখতে চাইলেও, তা দেখাতে পারলেন না রাজ্য় সরকারের আইনজীবী কপিল সিব্বল। শুনানিতে উঠল নিহত চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়া থেকে হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতার অভিযোগ। পুরো CCTV ফুটেজ CBI-কে দেওয়া হয়েছে বলে রাজ্য় সরকারের আইনজীবী দাবি করলেও, সলিসিটর জেনারেল জানালেন, তাঁরা পেয়েছেন ২৭ মিনিটের ফুটেজ।
২০ অগাস্টের পর ৯ সেপ্টেম্বর। ক্য়ালেন্ডারের পাতায় তারিখ বদলাল। আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের মামলায়, সুপ্রিম কোর্টে রাজ্য় সরকারের অস্বস্তির ছবিটা বদলাল না। ৯ অগাস্ট সেমিনার হলে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। ঠিক একমাস পর ৯ সেপ্টেম্বর... অর্থাৎ সোমবার, সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানিতেও, একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার।