GhantaKhanek Sange Suman(০৫.১১.২৫) পর্ব ১ : কোথাও নেতার বাড়িতে বসে SIR-এর ফর্ম বিলি, কোথাও BLO-কে ‘ম্যান মার্কিং' শাসকের
Ghanta Khanek Sange Suman: কোথাও নেতার বাড়িতে বসে SIR-এর ফর্ম বিলি, কোথাও BLO-কে ‘ম্যান মার্কিং' শাসকের। SIR-আতঙ্কে এবার ভাঙড়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ, তুঙ্গে চাপানউতোর। SIR সংঘাতের আবহে রাজ্যে ফের জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম। ঠাকুরনগরে আন্দোলনে তৃণমূলপন্থী মতুয়ারা, পাল্টা ক্যাম্প শান্তনু ঠাকুরেরও। আইনি পরামর্শ দিতে এবার সভা করবে তৃণমূলের লিগাল সেল, তৎপর বিজেপিও। হরিয়ানার ভোটার ব্রাজিলের মডেল! ভোটচুরির অভিযোগে ‘হাইড্রোজেন বোমা’ রাহুলের। 'সরকারিভাবে আগে অভিযোগ জানাননি কেন?', অভিযোগ খারিজ কমিশনের।
আরও খবর....
বিহারের ১৮টি জেলার ১২১ আসনে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। বিহারবাসীর কাছে রেকর্ড সংখ্যক ভোটদানের আবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, বিহারের ভোটাররা, বিশেষ করে যুবকদের কাছে প্রথম ধাপে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদের প্রতিটি ভোট বিহারে জঙ্গল রাজের পুনরাবৃত্তি রুখতে ও সুশাসন বজায় রাখতে সাহায্য করবে। উন্নত, স্বনির্ভর বিহার গড়ে তুলতে পথ প্রদর্শক হবে আপনাদের ভোট। যারা অনুপ্রবেশকারী এবং নকশালদের রক্ষা করে, দেশের নিরাপত্তার সঙ্গে খেলা করে এই নির্বাচনে তাদের শিক্ষা দিন। যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের ভোট, বিহারের প্রতিটি বাসিন্দার জন্য আধুনিক শিক্ষা সুনিশ্চিত করবে।