Ghantakhanek Sange Suman(০৮.১০.২০২৫) পর্ব ২: অমিত শাহকে নিয়ে এবার প্রধানমন্ত্রীকে সতর্ক করছেন মুখ্যমন্ত্রী! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : উত্তরের আঁচ উত্তর-পূর্বে, এবার ত্রিপুরায় তৃণমূলের সফরে চূড়ান্ত টানাপোড়েন। বিমানবন্দরেই দফায়-দফায় বাধা, পুলিশের সঙ্গে তর্কাতর্কি, ধর্না। নাগরাকাটাকাণ্ডের ২ দিন পরও গ্রেফতার শূন্য। 'পুলিশ ঠিক কাজ করছে না, রাজ্যে একাধিক জায়গায় গুন্ডারাজ'। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর দিল্লিতে বসে কড়া বার্তা রাজ্যপালের। 'ট্রিটমেন্ট'-এর হুমকি সুকান্ত মজুমদারের, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলেরও। 'খগেন মুর্মু রাউডি নয়, এভাবে মারা অন্যায়', তীব্র নিন্দা সৌগত রায়ের। অমিত শাহকে নিয়ে এবার প্রধানমন্ত্রীকে সতর্ক করছেন মুখ্যমন্ত্রী! বললেন, 'সবক্ষেত্রে বিশ্বাস করবেন না, বড় মীরজাফর হবেন'
আরও খবর..
নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২। এই নিয়ে হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৪। নাগরাকাটা থেকে এর আগে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
যদিও FIR-এ নাম ছিল না ধৃত একরামুল হক ও গোবিন্দ শর্মার। পরের বার যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরও নাম নেই FIR-এ! FIR-এ নাম থাকা ৮ জন এখনও অধরা।