GhantaKhanek Sange Suman(১১.১২.২০২৫) পর্ব ২ : 'একটা নাম বাদ গেলেও ধর্নায় বসব,' SIR-নিয়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman: কোথাও BLO-দের ক্ষোভ, কোথাও পর্যবেক্ষককে ঘিরেই বিক্ষোভ। SIR-এর ফর্ম জমার শেষদিনেও দিনভর উত্তেজনা। খসড়া তালিকায় নাম না থাকলে কী করবেন? কারা পাবেন শুনানির ডাক? আপনাদের প্রশ্ন, নির্বাচন কমিশনের উত্তর। 'একটা নাম বাদ গেলেও ধর্নায় বসব,' SIR-নিয়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 'কেঁদে কূল ভাসিয়ে লাভ নেই, অনুপ্রবেশকারীরা বাদ যাবেই,' পাল্টা সুকান্ত মজুমদার। ঝাঁটা হাতে রাস্তায় মহিলারা, ফলতায় বিক্ষোভের মুখে বিশেষ পর্যবেক্ষক। সন্দেশখালিকাণ্ডে এবিপি আনন্দর হাতে দুর্ঘটনার আগের এক্সক্লুসিভ CCTV ফুটেজ। 'CBI-এর খাতায় পলাতকই চালাচ্ছিল ঘাতক ট্রাক,' বিস্ফোরক দাবি আহত সাক্ষীর।
আরও খবর....
ন্যাজাটকাণ্ডে এবার পুলিশের নজরে সন্দেহজনক গাড়ি। বাসন্তী হাইওয়ের একাধিক সিসিটিভি ফুটেজে নজর পুলিশের । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশের নজরে আসে একটি ইকো গাড়ি। ২০০ মিটার দূরত্ব রেখে ভোলানাথ ঘোষের গাড়ি অনুসরণ করছিল ওই গাড়ি, খবর সূত্রের়। সরবেড়িয়া থেকে অনুসরণ, ঘটনাস্থলের কাছে পথ পরিবর্তন: পুলিশ সূত্র। বোয়ালমারি বাজারে পথ পরিবর্তন করায় সন্দেহ পুলিশের। আরও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ওই গাড়ির সন্ধানে পুলিশ
পশ্চিমবঙ্গে শেষ এনুমারেশন পর্ব, 'বাদের খাতায়' ৫৮ লক্ষেরও বেশি নাম। SIR-এ 'বাদের খাতায়' ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ জনের নাম। গতকাল বিকেল ৪টে পর্যন্ত 'বাদের খাতায়' ৫৮ লক্ষ 8 হাজার ২৩২ জনের নাম। গতকাল বিকেল ৪টে পর্যন্ত চিহ্নিত ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯ জন মৃত ভোটার। খোঁজ নেই ১২ লক্ষ ১ হাজার ৪৬২ জন ভোটারের। পশ্চিমবঙ্গে স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ । পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৬ লক্ষ ৩৫ হাজার ৫৯১টি এনুমারেশন ফর্ম বিলি। পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৬ লক্ষ ৮ হাজার ৯৫টি ফর্মের ডিজিটাইজেশন শেষ। পশ্চিমবঙ্গে ৯৯.৯৬% ডিজিটাইজেশনের কাজ শেষ, পরিসংখ্যান প্রকাশ কমিশনের।