Ghantakhanek Sange Suman(০৩.০৪.২০২৫) পর্ব ২: SSC-র ২০১৬-র পুরো প্যানেল বাতিল । বিজেপি-সিপিএমের ওপর দায় চাপালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman: সুপ্রিম কোর্টে বাতিল SSC-র প্রায় ২৬ হাজার চাকরি। "বৃহত্তর পরিসরে জালিয়াতি, ধামাচাপা দিতে গিয়ে অপূরণীয়ভাবে কলুষিত নিয়োগপ্রক্রিয়া। ২০১৬-র পুরো প্যানেল বাতিল করে বললেন প্রধান বিচারপতি। বিপর্যয়ের দায় বিজেপি-সিপিএমের ওপর চাপালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সরব কংগ্রেস-সিপিএম, গ্রেফতারি চান শুভেন্দু অধিকারী। বাড়িতে বাচ্চা, বয়স্ক বাবা-মা, মাথায় EMI-এর বোঝা, চাকরি হারিয়ে হাহাকার যোগ্যদের। রাজ্য মন্ত্রিসভার ভূমিকায় CBI তদন্ত নিয়ে বহাল থাকবে হাইকোর্টের নির্দেশ? অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে মঙ্গলবার কী বলবে সুপ্রিম কোর্ট? সুপ্রিম-কোর্টে শুনানির আগের দিনই চাকরিহারাদের সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
আরও খবর...
কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি গেছে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর আর সর্বোচ্চ আদালতের এই রায় নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দোপাধ্যায়। টেনে আনলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে।
মুখ্যমন্ত্রীর কথায়, 'তৎকালীন প্রধান বিচারপতি মিস্টার চন্দ্রচূড়জি এটাকে স্থগিত করে দিয়েছিলেন, হাইকোর্টের রায়কে। একজন প্রধান বিচারপতি স্থগিত করলেন, আরেকজন প্রধান বিচারপতি ক্যানসেল করলেন, এটার মানেটা আপনারা খুঁজে নেবেন, আমি নয়। আমি কিন্তু বিচারপতিতে সম্মান জানিয়েই বলছি, আমি এই রায় মেনে নিতে পারছি না।'