ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৮.৪.২৫) পর্ব ২:TMC-র সংসদীয় দলে গৃহযুদ্ধ,৩ সাংসদকে নজিরবিহীন আক্রমণ কল্যাণের
Ghanta Khanek Sange Suman: চাকরিহারাদের নিয়ে বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, গেলেন স্কুল সার্ভিস কমিশনেও। কী ফর্মুলা প্রাক্তন বিচারপতির? কী প্রস্তাব সরকারকে? সরাসরি দেখুন রাত ৮টায়। "বিচারপতি থাকার সময় রাজনীতিকের মতো কথা, রাজনীতিক হয়ে বিচারপতির মতো কথা বলছেন," কটাক্ষ শিক্ষামন্ত্রীর। সুপ্রিম কোর্টে রাজ্যের স্বস্তি। অতিরিক্ত শূন্যপদ তৈরিতে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে হাইকোর্টের CBI তদন্তের নির্দেশ খারিজ। তৃণমূলের সংসদীয় দলে গৃহযুদ্ধ, ৩ সাংসদকে নজিরবিহীন আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সৌগতকে বললেন 'নারদার চোর', কীর্তি আজাদকে 'বহিরাগত,' মূল নিশানায় মহিলা সাংসদ। "বিজেপির থেকে কমিশন খেয়েছেন ব্যর্থ আইনজীবী কল্যাণ," পাল্টা সৌগত রায়। ওয়াকফ-বিক্ষোভে রণক্ষেত্র জঙ্গিপুর, পুলিশের গাড়িতে আগুন, কাঁদানে গ্যাস।
তৃণমূলের সংসদীয় দলে গৃহযুদ্ধ! কীর্তি আজাদ থেকে শুরু করে সৌগত রায় ও এক মহিলা সাংসদ। একযোগে দলের তিন সাংসদকে নিশানা করলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য, সোশাল মিডিয়ায় কয়েকটি ভিডিও পোস্ট করে তৃণমূলের কোন্দল সামনে নিয়ে এসেছেন। সূত্রের খবর, গত শুক্রবার নির্বাচন সদনের সামনে তৃণমূলের কয়েকজন সাংসদ নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। তখনই তাঁকে এক মহিলা সাংসদ গ্রেফতার করানোর হুঁশিয়ারি দেন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। অন্যদিকে সেই ভিডিও নিয়ে সৌগত রায় মন্তব্য করেন, "হয়তো কারও হাতে বেশি ক্ষমতা চলে যাওয়ায় তিনি অপব্যবহার করেছেন।" এরপরই নারদার প্রসঙ্গ টেনে বর্ষীয়ান সাংসদকে চোর বলে আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ। যদিও কীর্তি আজাদ ও কোনও মহিলা সাংসদ কল্যাণের পাল্টা প্রতিক্রিয়া দেননি। দলের কে কী করে সবাই জানে। যা হচ্ছে, তা লোক দেখানো। কার্যত এভাষাতেই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।