GhantaKhanek Sange Suman (০৬.০৬.২০২৫) পর্ব২: অনুব্রতকে নিয়ে এবিপি আনন্দে বিস্ফোরক বিশ্বভারতীর প্রাক্তন VC
Ghanta Khanek Sange Suman: 'আগে চালচলন দেখি', জিজ্ঞাসাবাদ শেষে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনুব্রতর । দল না পুলিশ? কার চালচলনের অপেক্ষায় 'বীরভূমের বাঘ'?বাজেয়াপ্ত হল না অনুব্রতর ফোন, এখনও বেপাত্তা ডাক্তার হিটলার । অনুব্রত ইস্যুকে হাতিয়ার করে 'নারী সম্মান যাত্রা'র ডাক বিজেপির । অনুব্রতকে নিয়ে এবিপি আনন্দে বিস্ফোরক বিশ্বভারতীর প্রাক্তন VC । ভালো নম্বরের জন্য টাকা দাবি, না পেয়েই মেয়েকে খুন' । চাঞ্চল্যকর দাবি তিলোত্তমার পরিবারের, নিশানায় CBI ও রাজ্য দু'পক্ষই । প্রধানমন্ত্রীকে চিঠিতে সই রাহুল-অভিষেকের, কংগ্রেস-তৃণমূল নতুন সমীকরণ?
নেত্রীকে বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগে পথে মহিলা তৃণমূল কংগ্রেস। ট্র্যায়াঙ্গুলার পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়
নেত্রীকে বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগে পথে মহিলা তৃণমূল কংগ্রেস। ট্র্যায়াঙ্গুলার পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজার নেতৃত্বে হয় মিছিল।