ঘণ্টাখানেক সঙ্গে সুমন,পর্ব-১ (২৩.০৮.২৪): পার্কিং লট থেকে করোনাকালে টাকা নয়ছয়! ডেপুটি সুপারের অভিযোগের পরও কোন রহস্যে 'অধরা' ছিলেন সন্দীপ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর জি কর-কাণ্ডে ফের ধাক্কা রাজ্য় সরকারের। রাজ্যের SIT নয়, সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেরও তদন্ত করবে CBI. প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগের ভিত্তিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর জি করে 'ডাবল CBI'-তেও কি হুঁশ ফিরবে সরকারের?
পার্কিং লট থেকে টেন্ডার, মেডিক্যাল বর্জ্য বিক্রি থেকে করোনাকালে টাকা নয়ছয়। দেড় বছর আগেই, সন্দীপের বিরুদ্ধে ভুরিভুরি দুর্নীতির অভিযোগ প্রাক্তন ডেপুটি সুপারের! জানিয়েছিলেন খোদ মুখ্য়মন্ত্রীর দফতরেও। তারপরও এতদিন কোন রহস্যে সন্দীপকে ছোঁয়নি পুলিশ?
হাইকোর্টের চাপে তেরো তারিখ ছুটিতে গেলেন সন্দীপ ঘোষ, রায় হল CBI তদন্তের। ষোলো তারিখ আর জি করে দুর্নীতি নিয়ে SIT তৈরি করল রাজ্য সরকার। উনিশ তারিখ থানায় অভিযোগ করল স্বাস্থ্য দফতর। কিন্তু গত দেড় বছরে দুর্নীতি-দমনে তৎপরতা কোথায় ছিল?