ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.০৬.২৪) পর্ব-২: রাজনীতির ছত্রছায়ায় পরীক্ষা মাফিয়ার রমরমা? ৬৫ লক্ষ দিয়ে প্রশ্ন কেনার টোপ
ABP Ananda
Updated at:
22 Jun 2024 11:14 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে শিক্ষাদুর্নীতির ৩৭ এজেন্টের মধ্যে ১৩ জনই শিক্ষক-শিক্ষাকর্মী, দাবি CBI-এর। পড়ুয়া অনুরাগের পর পরীক্ষার্থীর বাবা অখিলেশ। নিটের প্রশ্ন ও উত্তরপত্র পেতে অভিযুক্ত সিকন্দরের সঙ্গে ৪০ লক্ষ টাকায় ডিল। জেরায় স্বীকার নিট পরীক্ষার্থীর বাবার।
প্রবীণ হয়েও শত্রুর মুখে ছাই দিয়ে জিতেছি। দলেরই একাংশ সৌগতর নিশানায়। দেখুন, ঘণ্টাখানেক সঙ্গে সুমন