ঘণ্টাখানেক সঙ্গে সুমন(পর্ব ২,১৭.৩.২৫):সুদীপের আরোগ্য কামনায় কুণালের পোস্ট, প্রকাশ্যে TMC-র দ্বন্দ্ব?
Ghantakhanek Sange Suman: সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে একটা পোস্ট করলেন কুণাল ঘোষ। আর তাতেই যেন আগুনে ঘি পড়ল। পাল্টা পোস্ট করতে শুরু করল তৃণমূলের আরেকটা অংশ। নয়না বন্দ্যোপাধ্য়ায় তো স্পষ্ট বলেছিলেন, সুদীপ ভাল আছেন। এই পরিস্থিতিতে, আজ কুণাল ঘোষকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন সাধন পাণ্ডের স্ত্রী, তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে। যদিও নিজের অবস্থানেই অনড় রয়েছেন কুণাল ঘোষ। গতকালই বিরোধী দলনেতা-সহ চার বিজেপি বিধায়ককে তিরিশ দিনের জন্য় সাসপেন্ড করা হয়েছে। এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় প্রিভিলেজ মোশন আনল সরকারপক্ষ। স্বাধিকারভঙ্গের নোটিস আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং দেবাশিস কুমার। অধ্য়ক্ষ জানিয়েছেন, এ ব্য়াপারে প্রিভিলেজ কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাল্টা শুভেন্দু অধিকারী বললেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা!