Ghantakhanek Sange Suman পর্ব ২ (১৯.০৩.২৪): ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা সহনাগরিকের আকুল আর্তি, ভাইরাল অডিও ক্লিপ।
ABP Ananda | 20 Mar 2024 08:29 AM (IST)
গার্ডেনরিচে 'ম্যান-মেড' বিপর্যয়! পুরসভা-প্রোমোটার-পুলিশ আঁতাঁতেই মৃত্যুমিছিল? কোথাও অবাধে পুকুর ভরাট, কোথাও বাড়ির গায়ে হেলে পড়েছে বাড়ি। গার্ডেনরিচজুড়ে মৃত্যুফাঁদ দেখেও দেখেনি পুরসভা! 'কেন হচ্ছে বুঝতে পারছি না,' কাউন্সিলরকে আড়াল করে সাফাই মেয়রের। 'না বুঝলে ইস্তফা দিন,' বলছে বিরোধীরা, ববির গ্রেফতারি চান অধীর। "পুরসভা দায় এড়াতে পারে না, যে চেয়ারে বসে, দায় তারই"। সরাসরি মেয়রকেই কাঠগড়ায় তুললেন ডেপুটি মেয়র।