ঘন্টাখানেক সঙ্গে সুমন (পর্ব ১, ১৩.১১.২৪): উপনির্বাচনেও এড়ানো গেল না অশান্তি, ভাটপাড়ায় খুন TMC নেতা
ABP Ananda | 14 Nov 2024 12:07 PM (IST)
Ghantakhanek sange Suman: বাংলা আছে বাংলাতেই। একই দিনে ঝাড়খণ্ড, কেরল-সহ একাধিক রাজ্য়ে উপনির্বাচন হল, সেখানে কোনওরকম অশান্তি না হলেও, এ রাজ্য় কিন্তু সেই ভিন্নপথেই হাঁটল! মাত্র ছটা কেন্দ্রে ভোট, সেখানেও জেলায় জেলায় হিংসা ও অশান্তি হল। হুমকি, ভাঙচুর বাদ গেল না কিছুই। নৈহাটিতে যখন ভোট চলছে, তখন পাশের ভাটপাড়ায় গুলি চালিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে! থানা থেকে দূরত্ব মেরেকেটে একশো মিটারের অল্প কিছু বেশি! সেখানেই ভরা বাজারের মধ্য়ে, গুলি চালিয়ে, বোমা মেরে খুন করা হল তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে! ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে উঠে আসছে বদলার তত্ত্ব। তৃণমূল থেকে বিজেপি। সব দলের নেতারাই খুনের পিছনে কে আছে তার কথা বলছেন। জানে না শুধু পুলিশই! ABP Ananda Live