Abhijit Mukherjee: তৃণমূলে যোগ জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাবা আমৃত্যু ছিলেন কংগ্রেসে। বাবার প্রথম মৃত্যু বার্ষিকীর আগেই কংগ্রেস ছাড়লেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee)। কংগ্রেসের টিকিটেই জঙ্গিপুর থেকেই দু'বার সাংসদ। নলহাটি থেকে একবার বিধায়ক। সেই অভিজিৎ মুখোপাধ্য়ায় এদিন হাতে তুলে নিলেন ঘাসফুলের পতাকা।
একদা অধীর চৌধুরীর (Adhir Chowdhury) হাত ধরে সাংসদ। দল ছেড়েই নাম না করে অধীর সম্পর্কে উষ্মা প্রকাশ করেছেন প্রণব পুত্র।
অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, "তিনি মনে করেছেন তৃণমূলে কংগ্রেসে যোগদান করবেন, তাই করেছেন। কংগ্রেসের পুরনো সাংসদ। প্রণব মুখোপাধ্যায় (Late Pranab Mukherjee) মহাশয়ের সন্তান। তাঁর স্বাধীন ইচ্ছা, স্বাধীন ভাবনা রয়েছে। তাঁরা কী করবেন না করবেন, সেই ব্যাপারে আমি কী বলব। আমার সঙ্গে ওঁর কোনও কথা হয়নি। উনি যে কংগ্রেসের সব পদ ত্যাগ করেছেন তার একটা চিঠি পাঠিয়েছেন। আমরা তো হেরে গিয়েছি, তাই নতুন করে আর কী সমস্যা হবে। তৃণমূল এঁদেরকে ভয় দেখিয়েছে কি না তা বলতে পারি না। এটা ওঁদের হিসাব নিকেশের ব্যাপার।"
দাদা তৃণমূলের পতাকা তুলে নেওয়ার কিছুক্ষণের মধ্য়েই 'SAD' লিখে ট্যুইট করেন প্রণব কন্যা শর্মিষ্ঠা। তবে কী কারণে তিনি এই ট্যুইট করলেন তা লেখেননি প্রণব কন্যা তথা কংগ্রেসের প্রাক্তন জাতীয় মুখপাত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।