Ghantakhanek Sange Suman : (১৩.৯.২৩) পর্ব ২ : শিক্ষা-দুর্নীতিতে অভিষেককে ED-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ
ABP Ananda | 14 Sep 2023 07:52 AM (IST)
শিক্ষা-দুর্নীতিতে ED-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক। অভিষেককে জিজ্ঞাসাবাদ নিয়ে 'INDIA' জোটেই দুই সুর। 'প্রতিবাদে জোটের টেবিলে অভিষেকের চেয়ার খালি রাখা হল', বলছেন সঞ্জয় রাউত। সম্পূর্ণ উল্টোসুরে অধীর বললেন, "সব চোর ধরা পড়ুক"। ১২ দিন বাদেও জোটের সমন্বয় কমিটিতে লোক দিল না CPM। জাতীয় মঞ্চে তৃণমূলকে এড়িয়ে চলার কৌশল? 'আপনিই বিরোধীদের মুখ?' শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রশ্নে মমতা বললেন, 'মানুষ ঠিক করবে'।