ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.০৭.২১) বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার। কেন এলেন না শুভেন্দু-সৌমিত্র? তুষার মেহতাকে সরানোর দাবিতে রাষ্ট্রপতির কাছে তৃণমূল। তৃণমূলে প্রণব-পুত্র অভিজিৎ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে আজ কলকাতা পুরসভা ঘেরাও অভিযানে নামে বিজেপি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পুলিশ ব্যারিকেড করে বিজেপির মিছিল আটকানোয় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশ ও বিজেপি নেতা-কর্মীদের মধ্যে।
করোনা পরিস্থিতিতে মহামারি আইন ভেঙে আন্দোলনে অংশ নেওয়ায় গ্রেফতার হলেন ৪ বিধায়ক-সহ ৫৪ জন বিজেপি নেতা-কর্মী। এর মধ্যে অগ্নিমিত্রা পাল-সহ ১৭ জন বিজেপির মহিলা মোর্চার নেতা ও কর্মী। দিলীপ ঘোষের দাবি, গ্রেফতারির সংখ্যাটা ৬৭।
রাজ্যে ১২৫টি পুরসভার মধ্যে কলকাতা-সহ ১১২টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গেছে। করোনা আবহে পুরভোট স্থগিত হয়ে যাওয়ার পর থেকে সেই সমস্ত পুরসভায় প্রশাসক বসানো রয়েছে। তবে কবে পুরভোট হবে, তা নিয়ে এখনও রাজ্য নির্বাচন কমিশনের তরফে কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করে বলেছেন, পুরভোট দিনের পর দিন আটকে রাখা হয়েছে।