GhantaKhanekSangeSuman: (৯.৩.২০২৩) পর্ব ১ : কুন্তলের টাকায় গাড়ি কিনেছেন ! অভিনেতা বনিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ ইডির
ABP Ananda | 10 Mar 2023 08:28 AM (IST)
কুন্তল ঘোষের টাকায় গাড়ি কিনেছেন অভিনেতা বনি। টাকা কি নিয়োগ দুর্নীতির? জানতে দফায় দফায় বনিকে জিজ্ঞাসাবাদ ইডির। ছবি হয়নি, চুক্তিও হয়নি, কুন্তলের প্রচুর ইভেন্ট করেছি, বলছেন বনি। পারিশ্রমিক নিয়ে বনি কী করেছেন, জানি না, বললেন কুন্তল। পেশাদার জীবন নিয়ে জবাব দেবেন বনিই, জানালেন কৌশানি। ইসলামপুরে সিভিক ভলান্টিয়ার খুন। সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ তৃণমূলেরই প্রাক্তন মন্ত্রীর। ৬ দিনে সাড়ে ৬ কোটির সম্পত্তি ক্রয়, সিবিআইয়ের চার্জশিটের তথ্য নিয়ে কেষ্টকে জেরা ইডি-র।