জেনে নিন ভারতের সংবিধানের বৈশিষ্ট্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2019 02:41 PM (IST)
দীর্ঘ পরিশ্রম এবং সুদুরপ্রসারী ভাবনাচিন্তার ফসল ভারতের সংবিধান। যা রচনা করতে সময় লেগেছিল প্রায় ৩ বছর। বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। বিশ্বে এমন অনেক দেশ আছে, যাদের লিখিত সংবিধান নেই! যেমন, ইংল্যান্ডের সংবিধান লিখিত নয়। পরম্পরা বা চিরাচরিত রীতি মেনেই, সেখানকার শাসকরা রাষ্ট্র পরিচালনা করেন। বহু দেশে সংবিধান সংশোধন করা যায় না, আবার বহু দেশে, অত্যন্ত সহজেই তা করা সম্ভব! এ ক্ষেত্রে ভারতে মধ্যপন্থা নেওয়া হয়েছে। আমাদের সংবিধান সংশোধন করা যায়। তবে, সেক্ষেত্রে বিভিন্ন সুনির্দিষ্ট পদ্ধতি আছে। কিন্তু, কোনওবাবেই সংবিধানের মৌলিক কাঠামো বদলানো সম্ভব নয়