Ghanta Khanek Sange Suman (15.02.23): তিন শতাংশ ডিএ ঘোষণা রাজ্য বাজেটে, গ্রামীণ সড়ক উন্নয়নে 'রাস্তাশ্রী' প্রকল্প
ABP Ananda
Updated at:
16 Feb 2023 07:45 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhanta Khanek Sange Suman: দেওয়া হয়েছিল নগদ ৫০ লক্ষ, স্করপিও। মুখ্যমন্ত্রীর কথায় এমএলএ কিনেছিলাম। নবগ্রামের বিধায়কের দলবদল নিয়ে বিস্ফোরক শুভেন্দু। পাল্টা ফিরহাদ। টাকা-গাড়ি নিয়ে দলবদলের অভিযোগ। তিন দিনে বক্তব্য প্রত্যাহার না করলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা। হুঁশিয়ারি বিধায়ক কানাই মণ্ডলের। তিন শতাংশ ডিএ ঘোষণা রাজ্য বাজেটে, খুশি সরকারি কর্মীদের একাংশ। দয়ার দান চাই না, অবস্থানে অনড় আন্দোলনকারীরা। রাজ্য বাজেটে গ্রামীণ সড়ক উন্নয়নে 'রাস্তাশ্রী' প্রকল্প। ৬০ পেরোলেই বার্ধক্য ভাতার আওতায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন