ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.০৯.২০২৩) পর্ব ১: নিয়োগ মামলায় IO-কে সরাল হাইকোর্ট|ED-র তলবে 'না' অভিষেকের|ABP Ananda Live
ABP Ananda | 30 Sep 2023 10:06 AM (IST)
Ghantakhanek Sange Suman: প্রাথমিক নিয়োগ মামলায় IO মিথিলেশ মিশ্রকে সরিয়ে দিল হাইকোর্ট। 'আদালত এই আধিকারিকের ওপর আস্থা হারিয়েছে', কড়া মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। '৩রা অক্টোবরের তদন্ত যেন ব্যাহত না হয়', ED ডিরেক্টরকে হুঁশিয়ারি বিচারপতির। ৩রা অক্টোবর ED-র তলবে যাবেন না অভিষেক। 'মানুষও ভাবছে তৃণমূল-বিজেপি সেটিং হয়ে গেছে', এবার বিস্ফোরক তথাগত রায়। 'মোদি-অমিত শাহ ED-কে ধামাচাপা দিয়ে দেবেন?' কটাক্ষ সুজনের। 'রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট হলে কংগ্রেস শেষ হয়ে যাবে', হাইকমান্ডকে কড়া বার্তা প্রবীণ কংগ্রেস নেতা নেপাল মাহাতোর। । ABP Ananda Live