ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৫.০৫.২২-পর্ব-১): SSC কাণ্ডে পার্থকে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ। অর্জুনের ফেরার পর দলবদলুদের বিরুদ্ধে সরব চিরঞ্জিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 May 2022 10:25 AM (IST)
পার্থকে ফের ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ CBI-এর, সুপ্রিম কোর্টেও পেলেন না স্বস্তি। 'নিয়ম ভেঙে বদলানো হয়েছিল কিছু প্রার্থীর Rank'। বেআইনি নিয়োগের বিস্ফোরক তথ্য বাগ কমিটির রিপোর্টে। এবার কলেজে শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ, বিক্ষোভে চাকরিপ্রার্থীরা। 'দলবদল একটা রোগ, দলবদলুদের ১ বছর বসিয়ে রাখা উচিত'। অর্জুনের তৃণমূল প্রত্যাবর্তনের পরেই সরব বিধায়ক চিরঞ্জিত।