ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৯.১০.২০২৩): এবার রানাঘাটের বিজেপি বিধায়কের বাড়িতে CBI তল্লাশি। ABP Ananda Live
ABP Ananda
Updated at:
10 Oct 2023 11:53 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGhantakhanek Sange Suman: এবার রানাঘাটের (Ranaghat) বিজেপি বিধায়কের (BJP MLA) বাড়িতে CBI তল্লাশি। ডায়মন্ড হারবার পুরসভা সহ ৬ জায়গায় ফের অভিযান। পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে স্ক্যানারে পুরমন্ত্রী ববি হাকিমও (Firhad Hakim), বাড়ি ঘিরে তল্লাশি। জিজ্ঞাসাবাদ মদনকেও (Madan Mitra), অভিযান বাড়ি-অফিসে। CBI রেড নিয়ে বাগযুদ্ধে তৃণমূল-বিজেপি (BJP), আইওয়াশ বলছে সিপিএম (CPM)। বিকেল ৪টেয় তৃণমূলকে সাক্ষাতের সময় দিলেন রাজ্যপাল।