Hoy Ma Noy Bouma: অন্যরকম ফটোশ্য়ুটে ধরা দিলেন শ্যামৌপ্তি, কী অভিজ্ঞতা? ABP Ananda
ABP Ananda | 15 Dec 2023 01:56 PM (IST)
সিরিয়ালের শ্যুটিংয়ের বাইরে ফোটোশ্যুটের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর মজাই আলাদা। নিজেকে নানা লুকে নতুন করে আবিষ্কার করতে কে না ভালবাসে? চলুন, আজ শ্যামৌপ্তির সঙ্গে তাঁর ফোটোশ্যুটের মাঝেই একটু আড্ডা দেওয়া যাক।