হয় মা নয় বৌমা: প্রথম প্রেম থেকে প্রিয় গান, কী উত্তর দিচ্ছেন অভিনেত্রী তনুশ্রী?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Dec 2020 03:03 PM (IST)
সিরিয়ালের নেপথ্য রসায়ন থেকে ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ, ভালো লাগা-মন্দ লাগা, সম্পর্ক-বিবাহ বিচ্ছেদ সব কিছুর সাক্ষী 'হয় মা না হয় বৌমা'। সিরিয়ালের অভিনেতারা ভাগ করে নেন তাঁদের রোজনামচা। সেলিব্রিটি হওয়ার মজাও যেমন আছে তেমনি আছে প্রতিকূলতা। তারকারা শোনালেন সেই রকমই কিছু অভিজ্ঞতার কথা। কে তাঁর প্রিয় নায়ক? কার গান শুনতে ভালোবাসেন তিনি? জীবনে প্রথম প্রেম এসেছিল কবে? হয় মা না হয় বৌমার প্রশ্নের মুখোমুখি তনুশ্রী।