হয় মা নয় বৌমা: শ্যুটিং ফ্লোরে পুজোর মুডে তারকারা, কথা বলল এবিপি আনন্দ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Oct 2021 05:07 PM (IST)
শারদ আনন্দের রেশ সিরিয়ালের শ্যুটিং ফ্লোরে। পুজোর আমেজে মজেছেন ধারাবাহিক 'জীবন সাথী'-র তারকারা। পুজোয় তাঁদের কার কী প্ল্যানিং? চলুন জেনে নেওয়া যাক।
কল্পনার রঙে কত নতুন কাহিনী জন্মায়। কত নতুন সাজে পুজো আসে প্রতিবার। মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে থাকে বিস্ময়। ৬৬ পল্লির পুজো মণ্ডপে এবছর উঠে আসছে কোন ভাবনা? প্রস্তুতি ঘুরে দেখেলন সৌরসেনী মৈত্র।