Hoy Ma Noy Bouma: কে আঁখি? কে ঝিলিক? দুই বোনের পরিচয় নিয়ে গোলকধাঁধায় দুই শালিকের গল্প
ABP Ananda | 20 Nov 2024 02:47 PM (IST)
ABP Ananda Live: কে আঁখি? কে ঝিলিক? মেকআপের আড়ালে কে কোনজন বোঝা যাবে কীকরে? দুই বোনের পরিচয় নিয়েই এখন গোলকধাঁধায় দুই শালিকের গল্প। রাঙামতির বিয়ে একলব্যর সঙ্গে। এবার আহিরির জীবন কোন দিকে মোড় নেবে? ধারাবাহিক 'রাঙামতি তিরন্দাজ'-এর শ্যুটিংয়ের ফাঁকে এই প্রসঙ্গে নিয়েই আড্ডা জমল। মুখোমুখি বসে কী বলল একলব্য আর আহিরি? প্রথম ধারাবাহিকের অভিজ্ঞতা নিয়ে রাঙামতি, মানে মণীষাই বা কী বলছেন?
মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা প্রয়াত। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। বালিগঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভরত দেববর্মা বাবার মৃত্যুর খবর পেয়ে জয়পুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাইমা সেন। ত্রিপুরা রাজপরিবারের সন্তান ভরত দেববর্মার
সঙ্গে ১৯৭৮ সালে বিয়ে হয় মুনমুন সেনের।