হয় মা নয় বৌমা: কী কী রয়েছে ধারাবাহিক ‘ক্ষীরের পুতুল’-এর যুবরাজের ঝুলিতে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2020 02:32 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযুবরানি সাগরিকার সাজসজ্জায় চোখ ধাঁধিয়ে যায়। ধারাবাহিক ‘ক্ষীরের পুতুল’-এর শ্যুটিংয়ের অবসরে নিজের সাজগোজ নিয়েই আড্ডা দিলেন শ্রীতমা। আর যুবরাজ স্যমন্তক বললেন, তাঁর ঝুলির সঙ্গে ঠাকুমার ঝুলির নাকি কোনও পার্থক্য নেই। কী কী রয়েছে যুবরাজের ঝুলিতে? চলুন, দেখে নেওয়া যাক।