Jukti-Takko: বালক ভোজনের কথা মনে পড়ে গেল 'ভ্যকসিন সেবন' ইভেন্ট দেখে, দেবাঞ্জন কাণ্ডে প্রশ্ন সুভাষ দত্তের
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'একদিকে ভ্যাকসিনে জালিয়াতির জাল, অন্যদিকে যুযুধান রাজ্য-রাজ্যপাল। হতবাক জনতার পুড়ল কপাল', প্রসঙ্গে পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেন, “এখন যাচ্ছেতাইভাবে ভ্যাকসিন (Corona Vaccine) সেবন হয়। কোথায়, কীভাবে, কারা ভ্যাকসিন দিচ্ছে, তাদের আদৌ পরিকাঠামো আছে কি না সেটা কেউ দেখলই না! এখন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলছেন পুলিশ-পুরসভা দায় এড়াতে পারে না, কিন্তু আমার মতে স্বাস্থ্য দফতরের দায় সবচেয়ে বেশি। তাদেরকেই পরিকাঠামো নিয়ে প্রশ্ন করা উচিত। চারজনের ভায়াল থেকে পাঁচজনকে টিকা দেওয়া হচ্ছে – এমন ঘটনাও ঘটেছে, এই ঘটনা অবিলম্বে সংশোধন করা উচিত। নতুন নিয়ম অনুযায়ী বাস চলবে কিন্তু মেট্রো চলবে না। তবে আমার মতে মেট্রো কিন্তু অনেক বেশি নিরাপদ। বাসে কি ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল সম্ভব? এটা কে নজরে রাখবে?” একইসঙ্গে ভ্যাকসিনকাণ্ড নিয়ে তিনি বলেন, “টিকা কারা দিচ্ছে? যেখানে সেখানে টিকাকরণের সেন্টার করে দেওয়া হচ্ছে। সেটা কি নিরাপদ? কেন্দ্র-রাজ্য এই নিয়ে ঝগড়া করে যাচ্ছে। আজ এক ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কাল অন্য ভ্যাকসিন – যেন ভ্যাকসিনের ককটেল হচ্ছে! এর নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।“